প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কারণ জানাল বিসিবি

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কারণ জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। দুজনেরই বাদ পড়ার গুঞ্জন ছিল গতকাল থেকে। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল, সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে বিসিবি।

আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে সাকিব আল হাসানের দলে না থাকা নিয়ে ব্যাখা দিয়েছেন তিনি। এর আগে গতকাল বিসিবি জানিয়েছিল, চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেওয়া বোলিং পরীক্ষাতেও ত্রুটি ধরা পড়েছে।

আসন্ন আইসিসি ইভেন্টে সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে লিপু বলছিলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

গত বছর ইংল্যান্ডের লাল বলের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিংয়ের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে বার্মিংহ্যামের ল্যাবে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কথা জানিয়ে তাকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় দফায় গত মাসে তিনি পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে। সেখানে একই ফল আসায় বোলিংয়ে নিষিদ্ধ সাকিব এখন কেবল ব্যাটার। তবে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।

এর আগে রাজনৈতিক পরিচয়ের কারণে চলতি বছরের জুলাই-আগস্টে আন্দোলনের মুখে পড়েন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ক্ষোভ ক্রমেই বাড়তে বাড়তে আটকে দেয় তার দেশের ফেরার পথ। ফলে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর লক্ষ্য থাকলেও পূরণ হয়নি সাকিবের। সবমিলিয়ে অক্টোবরের পর আর বাংলাদেশ দলে তাকে দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা থাকলেও, সাকিব আর সেই সুযোগটিও পাচ্ছেন না।

Sharing is caring!