প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে চোরাই পথে আসলো মদ, মাংস : যাচ্ছিলো মাছ, রসুন

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ণ
সিলেটে চোরাই পথে আসলো মদ, মাংস : যাচ্ছিলো মাছ, রসুন

স্টাফ রিপোর্টার:
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া চোরাচালান পণ্য সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের টহল দলের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকার প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি,লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপির টহল দল অভিযান চালায়।

অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৩৬ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট পর্যটন প্যাকেজ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Sharing is caring!