প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উত্তাপহীন দিনে শেষ হলো দলবদল

admin
প্রকাশিত
উত্তাপহীন দিনে শেষ হলো দলবদল

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের ফুটবলে দলবদলের দিনগুলো ছিল অনেক রমরমা। এখন আর সেই রকম হয় না। দুই মাস ধরে চলা দলবদলে শুধু গতকালই একটু রঙ ছড়িয়েছিল মোহামেডান। আজ খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন গেল অনকেটা নিরুত্তাপেই।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলবদলে এসেছে খেলোয়াড়দের ছাড়াই। প্রিমিয়ার লিগে সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর কর্মকর্তারা রাতে এসে ফুটবলারদের নাম জমা দিয়ে যাওয়ার কথা। বিকেলের দিকে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, স্বাধীনতা ক্রীড়া সংঘ তাদের ফুটবলারদের নাম জমা দিয়েছে।

 

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা রয়েছে কেবল ঢাকা আবাহনীরই। সেই হাতছানি এবার বসুন্ধরা কিংসের সামনে। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ৩৩ জন খেলোয়ড়ের নাম নিবন্ধন করেছে কর্পোরেট এই দলটি।

নিবন্ধনকৃত ফুটবলারদের মধ্যে চারজন আছেন একেবারেই নতুন- টুটুল ইসলাম হৃদয়, শেখ মোরসালিন, পিয়াস আহমেদ নোভা ও জয়ন্ত লাল। তারা সবাই বিকেএসপির। বাকিরা সবাই বিভিন্ন ক্লাবের পেশাদার ফুটবলার। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলেকে ধরে রেখেছে কিংস।

চার বিদেশি কোটায় দুই ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনহো, জোনাথন ফের্নান্দেস ও ইরানের খালিদ শাফিইকে ধরে রেখেছে এএফসি কাপের গত দুই আসরে খেলা দলটি। গত লিগে দলটির লিগ জয়ের পথে সর্বোচ্চ ২১ গোল করেছিলেন রবিনহো। এদিকে আগের মৌসুমে বসুন্ধরার হয়ে খেলা কোস্টারিকার ডেনিয়েল কলিন্দ্রেস এবার ঢাকা আবাহনীতে খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন।