প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

editor
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাম রুমেল আহমেদ (২০) উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উমনপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল আহমদ মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্টে আসামাত্র জাফলংগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। আটকে রাখে বেশ কয়েকটি বাস। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেছে। আমরা বাসটি শনাক্ত করতে পেরেছি, আটকের চেষ্টা চলছে।

Sharing is caring!