প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

admin
প্রকাশিত
বড়লেখায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

 

বড়লেখা প্রতিনিধি:

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী। এসব প্রার্থীরা কর্মী ও সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন প্রচার-প্রচারণা। গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠকও। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররাও তাদের নিয়ে শুরু করেছেন বিচার-বিশ্লেষণ। চেয়ারম্যান প্রাথীদের পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ (ইউপি) সদস্য প্রার্থীরাও।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৪ প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের ১০জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিদ্রোহী আওয়ামী লীগ) ১৫ জন, বিএনপির (স্বতন্ত্র) ৫ জন, জামায়াতের ১ জন, জমিয়তে উলামায়ে ইসলামর ১ জন মাঠে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া সংরক্ষতি আসনে নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন।

চেয়ারম্যান পদে বর্ণি ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী জোবায়ের হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শামীম আহমদ ঘোড়া, আব্দুল মোহিত মোটরসাইকেল ও মো. জয়নাল আবেদীন (বিএনপি) আনারস।

দাসেরবাজার ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মাহতাব উদ্দিন ঘোড়া, স্বপন কুমার চক্রবর্তী আনারস, বিমান কান্ত দাস মোটরসাইকেল ও কয়েছ আহমদ অটোরিকশা।

নিজবাহাদুরপুর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) আনারস ও মো. আবু সাহেদ ঘোড়া।

উত্তর শাহবাজপুর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. আতাউর রহমান আনারস, মো. মুমিনুর রহমান টনি ঘোড়া ও মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম) খেজুর গাছ।

দক্ষিণ শাহবাজপুর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শাহাব উদ্দিন ঘোড়া, আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) আনারস ও মো. আমির উদ্দিন চশমা।

বড়লেখা সদর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী সালেহ আহমদ জুয়েল নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. সিরাজ উদ্দিন ঘোড়া।

তালিমপুর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান আনারস, সুনাম উদ্দিন ঘোড়া।

দক্ষিণভাগ উত্তর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. নজরুল ইসলাম ঢোল, আব্দুল জলিল ফুলু ঘোড়া, আশরাফ হোসেন মোটরসাইকেল, মোশাহিদ আহমদ টেলিফোন, মো. ময়নুল হক (বিএনপি) চশমা, লুৎফুর রহমান (জামায়াত) টেবিলফ্যান, জবরুল ইসলাম আনারস, আব্দুল মানিক রজনীগন্ধা ও আব্দুল মালিক অটোরিকশা।

সুজানগর ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী সাহেদুল মজিদ নিকু নৌকা, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া, ফখরুল ইসলাম চশমা ও বদরুল ইসলাম আনারস।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) আজির উদ্দিন ঘোড়া, বেলাল খান ওলম আনারস, শরফ উদ্দিন চশমা ও সাইদুর রহমান মোটরসাইকেল।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন।