প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ইতিহাস নতুন করে লিখতে পারবে নিউজিল্যান্ড?

admin
প্রকাশিত
ইতিহাস নতুন করে লিখতে পারবে নিউজিল্যান্ড?

স্পোর্টস ডেস্ক :
রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। দুই দলের সামনেই সুযোগ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। অজিরা এর আগে একবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। নিউজিল্যান্ড এই প্রথম ফাইনালে উঠে শিরোপা জয়ে মুখিয়ে আছে।

ফাইনালে কারা জিতবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রাখা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া ছিল আন্ডারডগ। অজিদের সেই দলটিই ফাইনালে খেলছে।

 

অতীত সমীকরণ বলছে নিউজিল্যান্ড কখনো অস্ট্রেলিয়াকে কোনো নকআউট ম্যাচে হারাতে পারেনি।

 

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে দুই দলের ১৭টি ম্যাচের ১৬টিতে জিতেছে অস্ট্রোলিয়া। নিউজিল্যান্ডের একমাত্র জয়টিও ঠিক নকআউট ম্যাচে নয়, ১৯৮১ সালে বেস্ট অব থ্রি ফাইনালের প্রথম ম্যাচে জিতেছিল তারা, যে সিরিজ শেষ পর্যন্ত হেরেছে নিউজিল্যান্ড।

 

আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি নকআউট ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া।

 

সংবাদটি শেয়ার করুন।