প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ণ
প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

স্পোর্টস ডেস্ক:
আজ সোমবার বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

অবশ্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে আগে থেকে থাকা দলগুলো (চারটি দল) সরাসরি নিতে পেরেছে ১ জনকে। কারণ তাদের রিটেইন করার সুযোগ আছে। এবার নতুন মালিকানায় যাওয়া (৩ দল) ফ্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে নিতে পেরেছে সর্বোচ্চ দুজন।

এক নজরে দেখে নেওয়া যাক সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা :

চিটাগং কিংস – সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম
ঢাকা ক্যাপিটালস – মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান
ফরচুন বরিশাল – তাওহিদ হৃদয়
সিলেট স্ট্রাইকার্স – জাকের আলী
খুলনা টাইগার্স – মেহেদী হাসান মিরাজ
রংপুর রাইডার্স – মোহাম্মদ সাইফউদ্দিন
দুর্বার রাজশাহী – এনামুল হক।

Sharing is caring!