প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় দলে আর ফিরছি না: তামিম

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
জাতীয় দলে আর ফিরছি না: তামিম

স্পোর্টস ডেস্ক:
ব্যাপক ক্রিকেট উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে বিপিএলের একাদশতম আসর মাঠে গড়িয়েছে। ৫০ দিনব্যাপী এই টুর্নামেন্টের অংশ নিয়ে দেশের বাহিরে থেকেও এসেছেন ক্রিকেটাররা। বিপিএলের খেলার মাঝেই আড্ডায় মাতেন সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি, আফগানিস্তান তারকা মোহাম্মদ নবী ও তামিম ইকবালসহ বেশ কিছু তারকা ক্রিকেটার। সেই আড্ডাতেই বাংলাদেশের জাতীয় দলে ফেরা নিয়ে সাবেক পাকিস্তান তারকাকে মত জানান তামিম।

নৈশভোজে খাওয়ার সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ পাশে একটি চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করছেন। আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’ তবে তামিম তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও বিসিবিকে জানাননি। তাই এটিই যে তার চূড়ান্ত সিদ্ধান্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না!

এ সময় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও তার অবসর পরিকল্পনা জানান। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন। এ সময় মজার ছলে আফ্রিদি বলেন, এখনও তো তরুণ তুমি, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন।

তাহলে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ওয়ানডেই তামিম ইকবালের ‘শেষ’ হয়ে রইল! এরপর থেকে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টা তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’, যেহেতু দুজনেই অবসরের ঘোষণা দেননি। শুক্রবারও ফারুক একই ভিত্তি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও তামিকে পাওয়ার চেষ্টার কথা জানান।

Sharing is caring!