প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ সংবাদদাতা :
গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ শ্লেগানকে সামনে রেখে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ওয়াকাথন মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, গোলাপগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাক খান, ঢাকাদক্ষিণ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিপন চন্দ্র ধর, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ, সমবায় কর্মকর্তা মোঃ ছদরুল ইসলাম, আনসার (সিপি) মনিরুজ্জামান, আনসার প্রশিক্ষক ওয়াহিদ, এইচএম সেলিম শিশু বিদ্যালয়ের পরিচালক এইচএম সেলিম, গোলাপগঞ্জ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শামীম আহমদ, কোয়ালিটি স্কুলের প্রধান শিক্ষক আবুবক্কর হুমাইয়ুন, মোঃ নিয়াজুল হক ও আব্দুল্লাহ আল মামুন।

পরে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা নুরুল হক।

Sharing is caring!