প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৬ হিজরি

কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

editor
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

সিলেট অফিস:
দৈনিক রূপালী বাংলাদেশের সিলেটের ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজসেবক, বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপন গ্রামে। বুধবার বেলা ২টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মহি উদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহে একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

এছাড়া কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা ছিলেন তিনি।

Sharing is caring!