প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূ আহত

admin
প্রকাশিত
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূ আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রিল কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে এক গৃহবধূ আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

প্রবাসী রিয়েল মিয়াজির বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রিল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভেতর এসে তিন কক্ষে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দুই লাখ ৫০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে এক গৃহবধূ আহত হন।

 

রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ে কর্তব্যরত মো. জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির ঘটনায় মো. আজাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন।