প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বিয়ানীবাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

admin
প্রকাশিত
বিয়ানীবাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। গত দু-তিন দিনে এক লাফে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮-১০ টাকা। সীমান্তে পেঁয়াজের ট্রাক আটকে থাকায় দাম বেড়েছে- এমনটা জানালেন ব্যবসায়ীরা।

 

শনিবার (২ অক্টোবর) বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, গত দু-তিন দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। তিন দিন আগে যে পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটি শনিবার ৪৫থেকে ৪৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

ক্ষোভের সুরে এক ক্রেতা বলেন, দুদিন আগে যে পেঁয়াজ কিনেছি ৩২ টাকা কেজিতে, সেই পেঁয়াজই আজ কিনতে হচ্ছে ৪৬ টাকায়। কোনো কোনো দোকানে একই পেঁয়াজ ৪৮ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি।

 

বিয়ানীবাজার পৌরশহরে পেঁয়াজের পাইকারি বিক্রেতা সামসুল ইসলাম বলেন, গত দু-তিন দিনে দাম বেড়ে খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকায়।

 

তিনি বলেন, আমাদের পেঁয়াজের বাজার সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে পেঁয়াজ বহনকারী ট্রাক সীমান্তে আটকে আছে- এমন খবরে মুহুর্তে দাম বেড়ে গেছে।

 

আগামী কয়েকদিন দাম বাড়বে না কমবে, সেটি এখনও বুঝা যাচ্ছে না বলে জানালেন ওই ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন।