প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বার্সাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ণ
বার্সাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো

স্পোর্টস ডেস্ক:
ফুটবলে সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। এরপরও এতোদিন পর্যন্ত শীর্ষস্থানটা নিজেদের দখলে ছিল বার্সার। তবে এবার সেটিও খোয়াতে হলো দলটিকে। লা লিগায় বার্সাকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

নির্ধারিত ৯০ মিনিট সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলায় আচমকাই বার্সেলোনার জালে বল পাঠাল আতলেতিকো মাদ্রিদ। অবিশ্বাস্য, নাটকীয় এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে দিয়েগো সিমেওনের দল।

২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। মাঝে জয়হীন ছিল তারা ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার)।

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় বার্সেলোনা। পেদ্রির গোলে এগিয়েও যায় তারা। বিরতির পর সমতা টানেন রদ্রিগো দে পল। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেকসান্দার সরলথ।

গত মাসের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল আতলেতিকো। সেই তারাই বছর শেষ করল কাতালান দলটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে!

১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।

লিগে হান্সি ফ্লিকের দলের বাজে সময়ও দীর্ঘায়িত হলো। আসরে প্রথম ১২ ম্যাচের ১১টিই জেতা দলটি তাদের পরের ৭ ম্যাচের ৬টিতেই হারাল পয়েন্ট। এর মধ্যে তাদের হার চারটি, ড্র দুটি, জয় একটি। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল তারা।

Sharing is caring!