নিউজ ডেস্ক:
সানবিল ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর চালিবন্দর এলাকায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার চালিবন্দর বসন্ত মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে শীতার্তদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সানাবিল ফাউন্ডেশনের কর্ণধার ডা. রাশেদুল হাসান, চালিবন্দর জামে মসজিদের ইমাম তফাজ্জুল হক ফরিদী, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত (সুমন), সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ সানুসহ আরও অনেকে।
Sharing is caring!