প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মিস শায়লা রূপে হাজির পূজা

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
মিস শায়লা রূপে হাজির পূজা

 

বিনোদন ডেস্ক:

 

আগেই জানা গিয়েছিল ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’-তে একেবারে অন্যরূপে দেখা মিলবে চিত্রনায়িকা পূজা চেরীর। এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত এ সিরিজটির শুটিং শেষ হয়েছে। দ্রুতই বঙ্গ ওটিটি অ্যাপে প্রকাশ হবে ‘ব্ল্যাকমানি’। এতে পূজা ছাড়াও অন্যতম একটি চরিত্রে দেখা মিলবে নায়ক রুবেলের। এটাই তার প্রথম ওয়েব সিরিজ।

 

এদিকে বছর শেষে ‘ব্ল্যাকমানি’র নতুন গানের টিজার নিয়ে হাজির হয়েছেন পূজা চেরী। এখানে তার দেখা মিলছে আইটেম কন্যারূপে। ‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’- এমন শিরোনামের গানটি গেয়েছেন কনা। আর এতে কোমর দুলিয়েছেন পূজা। আবেদনময়ী রূপে বেশ অন্যরকমভাবে পূজাকে এখানে উপস্থাপন করেছেন পরিচালক। অনেকেই তার এমন উপস্থাপনার প্রশংসা করেছেন। বলেছেন, পূজাকে এই প্রথম এমনভাবে দেখা গেল।

 

এদিকে পূজা এ সিরিজে অভিনয় করেছেন মিস শায়লা চরিত্রে। এরই মধ্যে একটি শেয়ার করা সিরিজের অংশবিশেষেও উত্তাপ ছড়াতে দেখা গেছে পূজাকে। এ সিরিজ নিয়ে পূজা বলেন, রায়হান রাফির যেমন প্রথম ওয়েব সিরিজ এটা আমারও ঠিক তেমন। তার ছবিতে আমি কাজ করলেও এবারই প্রথম সিরিজে কাজ করলাম। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, কাজটি দর্শকদের ভালো লাগবে।

Sharing is caring!