প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৬ হিজরি

এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ

 

ক্রীড়া প্রতিবেদক:

আফগানিস্তানের বিপক্ষে গত নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে ৪০ দিন পর ফিজ মাঠে ফিরছেন। ‍খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে এই বাঁ-হাতি পেসারের।

এনসিএল টি-টোয়েন্টির আর মাত্র তিন ম্যাচ বাকি। যার প্রথম কোয়ালিফায়ার হচ্ছে আজ (শনিবার)। এর আগে এদিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা ও চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে খুলনা। নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।

আগামীকাল (রোববার) দুপুর সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে এনসিএল টি-টোয়েন্টির প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা। ফিজের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে।

 

মুস্তাফিজের খুলনার স্কোয়াডে আজই যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের একটি বিশ্বস্ত সূত্র। এর আগেও ফিজ খুলনা বিভাগের জার্সি গায়ে তুলবেন বলে শর্তের কথা জানিয়েছিল খুলনা। আর সেটি হচ্ছে– এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলেই খেলবেন ফিজ। চট্টগ্রামকে হারিয়ে এই কাটার মাস্টারের খেলা নিশ্চিত করেছে দলটি।

 

এলিমিনেটর ম্যাচে আজ আগে ব্যাট করে খুলনা ১৪৬ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক সোহান। বিপরীতে চট্টগ্রামের পক্ষে আহমেদ শরিফ ৪ এবং ফাহাদ হোসেন ৩ উইকেট শিকার করেন। পরবর্তীতে রানতাড়ায় নির্ধারিত ওভার শেষে বন্দরনগরীর দলটি সর্বসাকুল্যে ১৩৯ রান তুলতে সক্ষম হয়। ৭ রানের হার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে চট্টগ্রামের। তাদের পক্ষে অধিনায়ক ইয়াসির রাব্বি সর্বোচ্চ ৩৭ ও নাঈম হাসান ৩৪ রান করেন।

প্রসঙ্গত, ১১ নভেম্বর সর্বশেষ ২২ গজে দেখা গিয়েছিল মুস্তাফিজকে। আফগান সিরিজের ৩ ওয়ানডেতে তিনি ৮টি উইকেট শিকার করেন। মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ। প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

Sharing is caring!