কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. জলিলুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী ও মহিউদ্দিন রিপন, প্রবাসী শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা দেশের উন্নয়নে অভিবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং নিরাপদ অভিবাসনে জনসচেতনতার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sharing is caring!