স্পোটস ডেস্ক:
নিজের সময়ের সেরা স্ট্রাইকার ছিলেন। ডি-বক্সের সামনে তিনি এতই অসাধারণ ছিলেন, তার নামই হয়ে যায় দ্য ফেনোমেনন। এতক্ষণে ফুটবলের আগ্রহী পাঠকরা বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে, তিনি রোনালদো নাজারিও। ব্রাজিলের এই স্ট্রাইকার সময়ের সেরা থেকে শুরু করে হয়েছেন সর্বকালের সেরাদের একজন। ২০০২ বিশ্বকাপ পাওয়া এই ব্রাজিলান খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট।
লা লিগার ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিকানায় আছেন রোনালদো নাজারিও। এবারে নামছেন ব্রাজিলের ফুটবল প্রেসিডেন্টের পদে। কদিন আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান বলে জানিয়েছিলেন।
এবারে আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ফেলেছেন রোনালদো দ্য ফেনোমেনন।
সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন উল্লেখ করেছেন গণমাধ্যমের সামনে।
রোনালদোর ভাষ্য, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছিলেন রোনালদো। তবে সেসব বাদ দিয়ে এই মুহূর্তে ব্রাজিলের ফুটবলেই ফিরতে চান সাবেক এই স্ট্রাইকার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে প্রায়ই এমন হয়, মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’
নিজের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’
এর আগে গত মাসে রোনালদোর সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার খবর সামনে এসেছিল। তখন সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, রোনালদো সভাপতি হতে চান এবং নির্বাচিত হয়ে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চান।
Sharing is caring!