স্টাফ রিপোর্টার:
আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের ব্রাহ্মণবাড়িয়ার (সিপিসি-১) টিম মো. দেলোয়ার হোসেন (৪০) নামের এ অপরাধীকে ওই জেলার কসবা থানাধীন গঙ্গানগর পূর্বপাড়া থেকে সোমবার ভোররাতে গ্রেফতার করে।
দেলোয়ার এ থানার গঙ্গানগর (পূর্বপাড়া) গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- দেলোয়ারের বিরুদ্ধে কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!