প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আমেরিকার মসজিদে নারীদের অংশগ্রহণ বেড়েছে

admin
প্রকাশিত
আমেরিকার মসজিদে নারীদের অংশগ্রহণ বেড়েছে

প্রজন্ম ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। সেখানকার মসজিদে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে আমেরিকার উপাসনালয় নিয়ে এক জরিপে জানা গেছে।

জরিপে জানা যায়, শুক্রবারের জুমার নামাজে নারী মুসল্লিদের অংশগ্রহণ গত এক দশকে বেড়েছে। জুমার নামাজে এক-চতুর্থাংশের বেশি নারী উপস্থিত হয়ে থাকেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে শতকরা ১৪ ভাগ নারী উপস্থিত হত। ২০২০ সালে শতকরা ২১ ভাগ নারী মসজিদে উপস্থিত হন।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. ইহসান বাগবি দেশটির বিভিন্ন ধর্মের জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান ফেইথ কমিউনিটিস টুডে (এফএসিটি)-এর সহায়তায় এ জরিপ পরিচালনা করেন।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা যায়, মুসলিম সম্প্রদায়ের প্রাপ্তবয়ষ্ক নারীরা প্রতি সপ্তাহে মসজিদে পুরুষদের তুলনায় (৩৭%-৪৮%) কম অংশগ্রহণ করেন। এছাড়াও দেশটির শতকরা ৪৪ ভাগ মসজিদে কোনো শিশু থাকে না। অপরদিকে শতকরা ৫৫ ভাগ মসজিদে শিশুদের উপস্থিতি থাকে।

এফএসিটি-এর গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের অধিকাংশ (৫৫%) মসজিদে নিবেদিত নারী দল রয়েছে এবং ৭৭ শতাংশ মসজিদে নারীদের বিশেষায়িত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তা ছাড়া মসজিদের পরিচালনা পর্ষদে নারীদের প্রতিনিধিত্বের হারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ৮৮% মসজিদে নারীরা ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পারেন।
সূত্র : পিউ রিসার্চ সেন্টার

সংবাদটি শেয়ার করুন।