সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরসভার গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী ও পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মো: আব্দুস সবুরকে নিয়ে মতবিনিময় সভা করেছেন লন্ডনে বসবাসরত এলাকার লোকজন। সভায় আব্দুস সবুর ও তার প্রয়াত পিতা হাজী আব্দুর রহীম (বছন হাজী) এর সমাজসেবা মূলক কর্মকান্ডের নানা স্মৃতিচারণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মেয়র পদে আব্দুস সবুরকে বিজয়ী করা হলে বিয়ানীবাজার পৌরবাসী কাংখিত সেবা পাবে। প্রকৃত উন্নয়ন, দূর্নীতিমুক্ত সুষম বন্টন ও ন্যায় বিচার প্রতিষ্টার জন্য লন্ডনে বসবাসরত কমি্উনিটি নেতৃবৃন্দ হাজী আব্দুস সবুরকে বিজয়ী করার আহবান জানান।
বুধবার পূর্ব লন্ডনের গ্রান্ড রসুই ক্যাটারিং হলে আয়োজিত সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আশিকুর রহমান আশিক।
শ্রীধরা-নবাং গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্ব ও আমিনুর রহমান সেলিমের পরিচালিত সভায় দুই গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা উপস্থিত হন।
আব্দুস সবুর মানুষের সমর্থন পেলে পুণরায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতার কথা জানান। তিনি বলেন, লোক দেখানো উন্নয়ন নয়, মানুষের উপকার হয় এমন কাজ করা হবে। বৈষম্য দূর করে বিয়ানীবাজারকে অনন্য জনপদে গড়ে তোলা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল খায়ের, সাহেদ আহমদ, কবীর মাহমুদ, আলতাফ হোসেন, আব্দুস সালাম, রফিক উদ্দিন, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, কাজল আহমদ, মোস্তাক, আব্দুল বাতীন ও আব্দুল জলীল প্রমুখ।
Sharing is caring!