প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
ঢাকা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
ঢাকা থেকে সিলেট বিভাগের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম।

সোমবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শামীমের ছোট ভাই ইয়াহিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৫ আগস্টের আগে সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জে ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামিও রেজাউল করিম শামীম। পুলিশ কয়েকদিন আগে ২৪ জনকে আসামি করে এই মামলায় চার্জশিট দিয়েছেন।

Sharing is caring!