প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

বাশার আল-আসাদ এখন কোথায়? অবস্থান নিয়ে ধোঁয়াশা

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
বাশার আল-আসাদ এখন কোথায়? অবস্থান নিয়ে ধোঁয়াশা

 

প্রজন্ম ডেস্ক:

বিদ্রোহীদের অভিযানের মুখে ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়েছেন সিরিয়ার ‘স্বৈরশাসক’ প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা রয়টার্সকে দুজন সরকারি কর্মকর্তা এই খবর দিলেও তারা আসাদের গন্তব্যস্থল নিয়ে কিছু জানাতে পারেননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করছে, সেই সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন৭৫ উড়োজাহাজ আকাশে উড়তে দেখা যায়।

স্বাধীন সংস্থা ফ্লাইটরাডার ২৪ বলছে, সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট। ফ্লাইটরাডার ২৪ বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে।

ফ্লাইটরাডারের তথ্যানুযায়ী, দামেস্ক থেকে ছাড়া ইলিউশিন৭৫ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। কিন্তু সেখান থেকে পরে ইউ-টার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর সেটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদেনে বলা হয়, অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল।

এদিকে ওই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছিলেন কিনা, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। তবে সিরিয়ার সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন আসাদ। তখন তারা বলেছিলেন, আসাদের গন্তব্যে কোথায়, তা তারা জানেন না।

Sharing is caring!