প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ‌’ক্লাস পার্টি’

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০২:৪৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ‌’ক্লাস পার্টি’

 

সংবাদ বিজ্ঞপ্তি:

প্রতিদিনের মতো রোববার বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু এদিনের পাঠগ্রহণ ছিল একটু ব্যতিক্রম। আনন্দযুক্ত শিক্ষা আর ব্যতিক্রমী পরিবেশ তাদের বেশ উৎফুল্ল করে তোলে।

 

প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নকে কেন্দ্র করে তাদের জন্য আয়োজন করা হয় অন্যরকম এই অনুষ্টানের। বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পার্টির আয়োজন করা হয়।

 

খোদে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, অভিভাবকদের সহযোগিতা আর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে বিয়ানীবাজার পৌরশহরের নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শাখার শিশু শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ক্লাস পার্টির। রং-বেরঙের বেলুন দিয়ে সাজানো বিদ্যালয়ের হলরুমে কবিতা, গান, কেক কর্তন, ছড়া উপস্থাপন করার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের মতো আনন্দঘন পরিবেশে সময় কাটিয়েছে তারা। তাদেরকে সহযোগিতা করেছেন শিক্ষকরা। সকাল থেকে শুরু হওয়া ক্লাস পার্টি শেষ হয় বার্ষিক মূল্যায়ন ঘোষণা এবং প্রত্যয়ন পত্র বিতরণ করার মধ্য দিয়ে। শেষ মুহূর্তে তাদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী এবং খাবার প্যাকেট।

 

ক্লাস পার্টি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাল উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি এনাম উদ্দিন এনু, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অর্চনা চক্রবর্তী, দিপা বেগম, সুহানা আক্তার সুমি, জাহেদা বেগম, পুরবী রানী দাস, ফারহানা ইসলাম, রুপালী রাণী দাস তুলি, তানজিনা তুলিসহ অভিভাবকবৃন্দ।

Sharing is caring!