প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনা

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ণ
কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনা

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের উদ্যােগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্যস্থল সীমাবাজারে এ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিজ নোমান বিন ফরিদ। আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ ওহিদুজ্জামানের সঞ্চালনায় খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান ক্বাসিমী,কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,পরিষদের উপদেষ্টা হাফিজ মুতিউর রহমান, মাওলানা হেলাল আহমদ।

দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্পের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবায় শৃঙ্খলাকরণ কাজে সহযোগিতা করেন পরিষদের নির্বাহী সভাপতি হাফিজ সুলতান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল মালিক, প্রচার সম্পাদক হাফিজ মিজানুর রহমান, মিডিয়া সম্পাদক মাওলানা মামুন রশীদ, সদস্য হাফিজ ফয়ছল,হাফিজ আবু বকর, মাওলানা নুরুল ইসলাম, মুহাম্মদ আশিক উদ্দিন, সমাজকর্মী মুহাম্মদ ইয়াহিয়া সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদ একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। এর মধ্যে শিক্ষার্থীদের মেধাবৃত্তি,বিভিন্ন দুর্যোগে কাজ করা, গরীব অসহায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে এলাকার দেড় শতাধিক গরীব অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Sharing is caring!