স্পোর্টস ডেস্ক:
দিনের খেলা বাংলাদেশ গতদিন শেষ করেছিল ৯ উইকেটে ২৬৯ থেকে। আজ সেখান থেকেই এগুবার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ১৮১ রান পিছিয়ে থাকতেই প্রথম ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চতুর্থ দিনের শুরুতেই জানা যায়, বাংলাদেশ ব্যাটিং করতে নামছে না। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।
আগের দিন বাংলাদেশ ফলো-অন এড়িয়েছিল মূলত জাকের আলী অনিকের ব্যাটে ভর করে। ৫৩ রান করে দলের মান রক্ষা করেন এই ব্যাটার। জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় লাল-সবুজের বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে। এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
ধারণা করা হচ্ছে ইনজুরি ঝুঁকি এড়াতে এবং দিনের শুরতেই উইকেট নেয়ার তাগিদেই ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ অধিনায়ক। নতুন দিনে ব্যাট হাতে নেমেছেন দুই ক্যারিবিয়ান ওপেনার। তবে এই দিনেও বাজে ফিল্ডিংয়ের নমুনা দেখিয়েছে বাংলাদেশ। স্লিপে ক্যাচ ছেড়েছেন শাহাদাত দীপু। তাসকিনের বলে কার্লোস ব্র্যাথওয়েটের ক্যাচ ছেড়েছেন তিনি।
এরপরেই আরেকটি সুযোগ মিস। এলবিডব্লিউ আবেদন করেছিলেন হাসান মাহমুদ। সেই ব্র্যাথওয়েটের বিপক্ষেই। আম্পায়ার আবেদন ফিরিয়ে দিলে রিভিউ নেয়নি বাংলাদেশ। যদি হক-আইতে দেখা যায়, রিভিউ নিলেই উইকেটের দেখা পেত বাংলাদেশ।
Sharing is caring!