জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে এসেছিল। আগামী দিনে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলমের পরিচালনায় উপজেলা সদর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শওকত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলীম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, সুলেমান আহমেদ, আব্দুল মতিন খসরু, রহমত মারুফ, তোফায়েল, জাহাঙ্গীর, সদস্য ইমন আহমেদ ইমু, নাদিম আহমেদ, মাহফুজ আহমেদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, ১নং নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল, ১নং জৈন্তাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরগান, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইদ আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা, বদরুল ইসলাম, হারুন আহমেদ প্রমূখ।
এছাড়া সভায় জৈন্তাপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Sharing is caring!