প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে: বিয়ানীবাজারে এড. এমরান চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ০২:১০ অপরাহ্ণ
দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে: বিয়ানীবাজারে এড. এমরান চৌধুরী

 

স্টাফ রিপোর্টার:

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘টানা ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার চুড়ান্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্রজনতার তুমুল প্রতিরোধের মূখে গণখুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এখন ভারতে বসে বসে দেশেকে অস্থিতিশীল করার জন্য সুগভীর চক্রান্ত করছে। জুুলাই বিপ্লবে এই বিয়ানীবাজারের ৪ জন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। শহীদের বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে।’

 

 

শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে বিয়ানীবাজারের কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এখন দুর্নীতির ফিরিস্তি ধীরে ধীরে বের হচ্ছে। সংসদ সদস্য পদবীটি লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামে বেনামে, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। আগামী নির্বাচন সিলেট ৬ আসনে ধানের শীষেকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে এই এলাকার উন্নয়ন বঞ্চনা থাকবে না।’

 

 

কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুক আহমেদ, লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি যুবের আহমদ, শ্রমিক দলের সভাপতি লাভলু আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তিল পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নুরুল কিবরিয়া সাধারণ সম্পাদক দুবাগ ইউনিয়ন বিএনপি, সাব্বির আহমদ চৌধুরী যুগ্ম আহবায়ক বিয়ানীবাজার উপজেলা যুবদল প্রমূখ।

Sharing is caring!