প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার দুই আসামি আটক

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার দুই আসামি আটক

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার কৃত দুই আসামী জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উভয়ে উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়া আরো একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সুজন মিয়া।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে গতকাল বুধবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া বলেন, অভিযান অব্যাহত রয়েছে খুব শীঘ্রই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

Sharing is caring!