প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই সফর, ১৪৪৭ হিজরি

স্ত্রীকে হত্যা করে ঢাকায় আত্মগোপন, র‌্যাবের জালে আটকা

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ
স্ত্রীকে হত্যা করে ঢাকায় আত্মগোপন, র‌্যাবের জালে আটকা

হবিগঞ্জ সংবাদদাতা :
সিলেট বিভাগের হবিগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করার ঘটনার প্রধান আসামি স্বামী মান্না মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার সাভার মডেল থানাধীন ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার র‌্যাব-৯ ও র‌্যাব-৪। গ্রেফতার মো. মান্না মিয়া (২৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় হবিগঞ্জ জেলার সদর মডেল থানার লস্করপুর এলাকায় মোছা পান্না আক্তার (৩৬) ও তার স্বামী মো. মান্না মিয়ার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মিলে মান্না মিয়াকে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে।

এ সময় হাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে করে মান্না মিয়া। গুরুতর আহত অবস্থায় পান্না আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার মো. মান্না মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Sharing is caring!