প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের নতুন কমিটি গঠন

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০২:১৪ অপরাহ্ণ
প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের নতুন কমিটি গঠন

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেলকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

 

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভে আইছা হলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

 

সিলেট পিডিয়ার প্রধান সম্পাদক ও অভিবাসন পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটি গঠন বিষয়ক ‘সাবজেক্ট কমিটি’র অন্যতম সদস্য তৃতীয় বাঙলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিব্বির আহমদ।

 

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ, সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা, সহসভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাদিক তাজিন, অভিবাসন বিষয়ক সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাওছার আদিল চৌধুরী, নির্বাহী সদস্য- শাবুল আহমেদ, জামিল আহমদ সাহেদ, ইয়াকুব আলী প্রধান, আহমদ জামাল ও শেখ সরোয়ার জাহান।

 

আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

 

বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সেমিনার আয়োজনের পাশাপাশি গণমাধ্যমে অভিবাসীদের সমস্যা-সাফল্যের প্রতিবেদন তৈরি ও ফ্রান্স-বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চিন্তাশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!