প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুনতাহা হত্যার ঘটনায় চারজনকে আদালতে তোলা হচ্ছে আজ

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ণ
মুনতাহা হত্যার ঘটনায় চারজনকে আদালতে তোলা হচ্ছে আজ

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহার হত্যা ঘটনায় গ্রেফতার চারজনকে আজ সোমবার আদালতে তোলা হবে। রবিবার আইনি প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ার আসামিদের আদালতে তোলা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে তাদের আদালতে আনা হতে পারে।

গ্রেফতার চারজন হলেন, কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

গত ৩ নভেম্বর সকালে নিখোঁজ হয় কানাইঘাটের ৫ বছরের শিশু মুনতাহা। হত্যার পার বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখে ঘাতকরা। রবিবার ভোররাতে সেখান থেকে মরদেহ তুলে পাশের পুকুরে ফেলার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন এক নারী। এরপর পুলিশ গ্রেফতার করে আরও তিনজনকে।

Sharing is caring!