প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বাইরে লুকিয়েও রক্ষা হয়নি দিদারের

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ণ
সিলেট বাইরে লুকিয়েও রক্ষা হয়নি দিদারের

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ পূর্ববাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ছুরিকাঘাতে সৌদি আরব প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকা থেকে দিদার আলী (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। হত্যাকান্ডের পর থেকে সিলেট বিভাগ ছেড়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় দিদার।

অভিযানকালে অন্য মামলার দুই আসামীকেও গ্রেফতারক করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৪) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ (২১)।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথপুর থানার ইনাতগঞ্জ পূর্ব বাজারে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উপর্যুপরি ছুরকাঘাতে গুরুতর আহত হন সৌদিআরব প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Sharing is caring!