প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জন্মদিনে মুম্বাই পুলিশকে খাবারের বাক্স পাঠালেন শাহরুখ

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ণ
জন্মদিনে মুম্বাই পুলিশকে খাবারের বাক্স পাঠালেন শাহরুখ

বিনোদন ডেস্ক:
শনিবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার এ জন্মদিনে নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীদের খাবারের বাক্স পাঠিয়েছেন এ অভিনেতা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাংক ইউ নোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মান্নাতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এবার মাঝরাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি বলিউড বাদশাহ। মন্নতজুড়ে তখন কড়া নিরাপত্তা। শনিবার একবারের জন্য শাহরুখকে দেখতে পাননি তার ভক্ত-অনুরাগীরা। এমনকি মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেননি একজনও।

অথচ এদিকে বাদশার ৫৯তম জন্মদিনে বান্দ্রার রাস্তায় জনতার ঢল নামে। শুক্রবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। কিন্তু এবারের জন্মদিনে সেই প্রথা ভাঙলেন কিং খান।

এবার মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সে রকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন।

শুধু পর্দায় নয়, বাস্তবেও রঙিন মানুষ বলিউড বাদশাহ শাহরুখ খান। তার উপস্থিতিই ভক্ত-অনুরাগীদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাদের নিরাশ করেননি কিং খান। তবে মন্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান। কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।

Sharing is caring!