প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ থেকে প্রবাসী যুবলীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ণ
শিবগঞ্জ থেকে প্রবাসী যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর শিবগঞ্জ থেকে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুন্না কুলাউড়া উপজেলার হিরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে ৩/৯/২৪ ধারায় মামলায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে।

ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সিলেট নগরীর চারদিঘীরপাড় এলাকায় যুবলীগ নেতা মুন্নাসহ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি-বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান। পরে এ ঘটনায় কোতোয়ালি থানা মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি মুন্না।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মুন্নার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার পর বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!