প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার রেষ্টুরেন্টে অভিযান: জরিমানা

editor
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ০৩:১৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার রেষ্টুরেন্টে  অভিযান: জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার পৌরশহরে পচা ও বাসি খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে পাঁচটি রেষ্টুরেন্টে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কের রেস্টুরেন্ট ও মিষ্টান্ন সামগ্রির দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজ।

 

ভ্রাম্যমান আদালতের অভিযানে বেশ কিছু রেস্ট্রেরেন্ট পরিচালনায় অসঙ্গতি পাওয়ায় প্রাথমিকভাবে সর্তক করেছেন আদালত। আদালতের অভিযানের খবর চাওর হলে অনেক রেস্টুরেন্ট তাদের ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন নিয়ে আসে।

আদালতের অভিযানে পৌরশহরের পাঁচটি রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

Sharing is caring!