প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্র-আন্দোলনের সময় গুলিতে কিশোর নিহত, সিলেটে ইউপি চেয়ারম্যান কারাগারে

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
ছাত্র-আন্দোলনের সময় গুলিতে কিশোর নিহত, সিলেটে ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন (জেবুল)-কে গ্রেফতারের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।

এর আগে রবিবার সকালে মাহতাব উদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়কে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

এই ইউপি চেয়ারম্যান ছাত্র-আন্দোলনের সময় গোলাপগঞ্জে গুলিতে নিহত কিশোর সানি আহমদসহ (১৮) একাধিক হত্যা মামলার আসামি।
মাহতাব উদ্দিনের বাড়ি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামে।

আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিতে একে একে মারা যান ৭ জন। এর মধ্যে একজন গোলাপগঞ্জের রায়গড় গ্রামের কয়ছর আহমদের ছেলে সানি আহমদ।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে সানিসহ কয়েকটি মামলায় লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন (জেবুল)-কে আসামি করা হয়।

মামলার পর আত্মগোপনে চলে যান তিনি। তবে সম্প্রতি প্রকাশ্যে এসে ইউপি কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন। পরে রবিবার তাকে গ্রেফতার করে র‍্যাব-৯।

Sharing is caring!