প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

Manual6 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ই এপ্রিল) সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম স্কুল সংলগ্ন বটতলা হতে ১লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও শিল্পকলা একাডেমির শিক্ষিকা গায়ত্রী পলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

Manual2 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ এন ইসলাম মোহাম্মদ জাকির, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।

Manual6 Ad Code

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিদর্শক জাকির হোসেন,বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা সহকারী প্রোগরামার আবদুল্লাহ আল মামুন,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনজ্ঞো সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় অংশগ্রহণে পরিবেশন করা হয়।

Manual4 Ad Code

সমাপনী বক্তব্য রাখেন সভাপতি জর্জ মিত্র চাকমা। এ সময় নববর্ষ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code