প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুশতাকের ‘শ্বশুর’ পরিচয়ে বিরক্ত সাদাব

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
মুশতাকের ‘শ্বশুর’ পরিচয়ে বিরক্ত সাদাব

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নিরুপায় হয়ে পড়েছেন সাদাব খান। মাঠে যাচ্ছে না ভালো সময়। ধুঁকছেন ব্যাট হাতে, বোলিংয়েও ভুগছেন। উটকো হয়ে আবার জুড়েছে বাইরের আলোচনা। পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে সাবেক ক্রিকেটার—অলরাউন্ডারের নামের সঙ্গে জুড়ে দিচ্ছে সাকলাইন মুশতাকের মেয়ের নাম। বিষয়টিতে তিতিবিরক্ত সাদাব।

চারদিকে যখন মুশতাকের ‘শ্বশুর’ বলে তাকে পরিচয় করানো হচ্ছে, তখন সাদাব আসল সত্যিটা জানিয়েছেন ক্রিকেট পাকিস্তানকে। পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার বলেছেন, এমন কিছু হয় এখানে যা বাইরে থেকে কেউ বুঝবে না।

Manual4 Ad Code

গণমাধ্যমটিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাদাব বলেছেন, ‘৬-৭ যাবৎ জাতীয় দলে খেলছি, কিছু ভালো পারফর্ম্যান্সও করেছি। দুই বছর আগে আমি বিয়েও করেছি। কিন্তু এটা শুনতে খারাপ লাগে যখন কেউ সাকলাইন মুশতাকের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলে। এটি সত্যিই কষ্টের যখন সাবেক কোনো ক্রিকেটার এসব বলে। তারা কিন্তু জানে এসব আলোচনা একজন ক্রিকেটারকে কিসের ভেতর দিয়ে নিয়ে যায়।’

Manual7 Ad Code

সাদাবের মতে, পাকিস্তানে সব সমালোচনা থেমে যায় ফল পেলে। সেটি আনার চেষ্টাতেই আছেন তারকা এই অলরাউন্ডার, ‘আগেও আমি কয়েকবার বলেছি, পর্দার পেছনে অনেক ঘটনা ঘটে যা সবাই দেখতে পায় না। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সব কিছু থামে ফল পেলে। আমরা সেটি আনতেই কঠোর পরিশ্রম করছি।’

Manual6 Ad Code

মেন্টর হিসেবে পাকিস্তানের দায়িত্ব সামলাচ্ছেন সাকলাইন। দীর্ঘ সেই সাক্ষাৎকারে সাবেক এই তারকার সঙ্গে কাজ করার কথাও বলেছেন সাদাব, ‘মুশতাকের সঙ্গে বোলিংয়ের উন্নতি নিয়ে কাজ করছি। তার তত্বাবধায়নে খুব ভালো কিছু আসবে বলে আশাবাদী। আমার পারফরম্যান্সেও ধারাবাহিকতা আসবে বলে বিশ্বাস।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code