প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩ রানের জন্য সেঞ্চুরি হলো না সোহানের

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
৩ রানের জন্য সেঞ্চুরি হলো না সোহানের

Manual8 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিন যেন সেঞ্চুরি মিসের দিন। দিনের শুরুতে সৌম্য সরকার, নাসির হোসেন, এনামুল হক বিজয়রা সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্কের দেখা পাননি। তবে তাদের কারও দুঃখই বোধ হয় নুরুল হাসান সোহানের চেয়ে বেশি নয়। তিনি সেঞ্চুরি মিস করেছেন মোটে ৩ রানের জন্য।

Manual3 Ad Code

তবে এ দুঃখটা শেষ পর্যন্ত থাকেনি তার। তার দল ধানমন্ডি স্পোর্টস ক্লাব রূপগঞ্জ টাইগারের বিপক্ষে জিতেছে ৫ উইকেটে।

দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স লড়াকু পুঁজিই পেয়েছিল। বড় অবদান ছিল নাসির হোসেনের। ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে ছিলেন আসাদুল্লাহ আল গালিব, তিনি করেন ৬৫ রান। শেষ দিকে আরিফুল হকের ২৮ বলে ৬ ছক্কায় ৪৮ রান, আর নুহায়েল সানদিদের ২৬ বলে ৩৪ রানের ইনিংসে ভর করে রূপগঞ্জ পেয়ে যায় ২৮০ রানের পুঁজি।

জবাবে ধানমন্ডি টপ অর্ডার থেকে বড় স্কোর না পেলেও তিন ব্যাটারের সবাই ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫৮ রান আসে, সেটাও মাত্র ৭.১ ওভারে। ৩০ বলে ৪০ রান করা আজমির আহমেদ ফেরেন এরপর। পাওয়ারপ্লে শেষের এক বল আগে ফেরেন অন্য ওপেনার হাবিবুর রহমানও। ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি ৪৭ রান করেন ৭৭ বল খেলে।

বড় ইনিংসের দাবিটা মেটান সোহান। তার ব্যাট থেকে আসে ৯৫ বলে ৯৭। ৯ চার আর ২ ছক্কায় তিনি সাজান তার ইনিংস। শুরুতে ফজলে মাহমুদের সঙ্গে, এরপর ইয়াসির আলীর সঙ্গে গড়েন জুটি, ধানমন্ডি তাতেই পৌঁছুতে থাকে জয়ের বন্দরের কাছাকাছি।

Manual5 Ad Code

যেভাবে খেলছিলেন, সেঞ্চুরিটাকেও খুব সম্ভব মনে হচ্ছিল। তবে শেষমেশ তা হয়নি। সানদিদের শিকার হয়ে তিনি ফেরেন তিন অঙ্ক থেকে তিন রান দূরে থেকে।

Manual8 Ad Code

এরপরও ধানমন্ডির জিততে খুব একটা বেগ পেতে হয়নি। ইয়াসির ৪০ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেন। ১৭ বল হাতে রেখে তাই ধানমন্ডি পেয়ে যায় ৫ উইকেটের জয়।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code