প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হোয়াইটওয়াশ হওয়ার পর শাস্তিও পেল পাকিস্তান

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ণ
হোয়াইটওয়াশ হওয়ার পর শাস্তিও পেল পাকিস্তান

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ড সফরটাকে পাকিস্তান নিশ্চয়ই ভুলেই যেতে চাইবে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হতে হয়েছে তাদের।

Manual2 Ad Code

এখানেই শেষ নয়, তৃতীয় ওয়ানডেতে ধীর গতিতে ওভার সম্পন্ন করায় পাকিস্তান দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। শনিবার মাউন্ট মাউঙ্গানুইয়ে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়।

Manual5 Ad Code

এই সিদ্ধান্ত দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। সময়ের অতিরিক্ত সুযোগ হিসাবেও বিবেচনা করা হয়েছিল। তবুও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে ফেলে।

Manual5 Ad Code

আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভার পূর্ণ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কাটা হয়।

রিজওয়ান অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। তাই আলাদা করে শুনানির দরকার হয়নি।

এই অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার ক্রিস ব্রাউন এবং পল রেইফেল, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস।

উল্লেখযোগ্য যে, এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও ধীর ওভার রেটের জন্য পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছিল।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code