প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকার কোন মাঠে হামজার অভিষেক

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ণ
ঢাকার কোন মাঠে হামজার অভিষেক

ক্রীড়া প্রতিবেদক:
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে নিজ দেশের দর্শকের সামনে অভিষেকের অপেক্ষা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজাকে নিজেদের মাঠে দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা অপেক্ষার প্রহর গুনছেন। ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে। তবে সেটা বাস্তবায়ন হওয়া নিয়ে এখনো কিছুটা বাধা রয়ে গেছে। ২০২১ সালের আগস্টে শুরু হওয়া এই স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলমান। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না।

রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাস নিয়ে আরও কিছু কাজ করবে। লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা সোমবার থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করতে পারব।’

Sharing is caring!