প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ঈদের ছুটিতে বিয়ের হিড়িক

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ঈদের ছুটিতে বিয়ের হিড়িক

Manual3 Ad Code

­­

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ঈদের ছুটিতে প্রবাসীবহুল জনপদ বিয়ানীবাজারে বিয়ের ধুম পড়েছে। ঈদে আত্মীয়স্বজনকে একসঙ্গে পাওয়ার সুযোগে গত ৪ দিনে এ উপজেলায় শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রতিদিন একাধিক বিয়ের আয়োজনে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশে আসা প্রবাসীরা ফের ফিরে যাবেন-এমন অবস্থায় তাদের উপস্থিতি নিশ্চিতে ছুটির এই সময়ে বিয়ের প্রবণতা লক্ষ করা গেছে।

Manual5 Ad Code

বিয়ানীবাজার উপজেলার কমিউনিটি সেন্টার, বিয়ে নিবন্ধনকারী কাজী, বিউটি পার্লার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে পবিত্র রমজান মাস থাকায় স্থানীয় মুসলিম পরিবারে তেমন একটা বিয়ে-শাদির অনুষ্টান হয়নি। কিন্তু ঈদের দুইদিন পর বুধবার, বৃহস্পতি ও শুক্রবার—এই তিন দিনে উপজেলায় শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছরে এই ঈদে আত্মীয়স্বজন, প্রবাসী ও চাকরিজীবীরা এলাকায় অবস্থান করায় অনেকে বিয়ের জন্য এ সময়কে বেছে নেন।

Manual3 Ad Code

 

এদিকে একসঙ্গে অনেক বিয়ের অনুষ্ঠান থাকায় বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে বিউটি পার্লারগুলো। চারখাইয়ের একটি বিউটি পার্লারের মালিক লিপি বলেন,-‘আমাদের এক দিনে তিন-চারজন বউ সাজাতে হচ্ছে।’

শেওলা এলাকার বিয়ে নিবন্ধক জামিল হোসেন বলেন, ‘গত তিন দিনে আটটি বিয়ে নিবন্ধন করেছেন। তবে বরপক্ষের অনেকের উপজেলার বাইরে বিয়ে অনুষ্ঠিত হওয়ায় সে রেজিস্ট্রার তাঁদের কাছে থাকছে না। পৌর এলাকায় বাইরেও ইউনিয়ন পর্যায়ে নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। সব মিলিয়ে উপজেলায় ঈদ পরবর্তী দিনগুলোতে শতাধিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে।’

Manual2 Ad Code

পৌরশহরের কমিউনিটি সেন্টারের ম্যানেজারদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ১০ দিন পর্যন্ত বুকিং রয়েছে শুধু বিয়ের অনুষ্ঠানের জন্য। বিয়ের এই হিড়িকে ব্যস্ত সময় পার করছেন রন্ধন কারিগররা। প্রতিদিন তাদের একাধিক বিয়ের রান্নার আয়োজন করতে হচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code