প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তে জব্দ চাল-পশু

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে জব্দ চাল-পশু

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের বাসমতি চাল ও ভারতীয় মহিষ, গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
আটককৃত মালামালের মূল্য ৬৮ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!