প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি গ্রন্থাগারের হলকক্ষে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উত্তর বিয়ানীবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 

ব্যবসায়ী হাজী সাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ যত দ্রুত সম্ভব উত্তর বিয়ানীবাজারে ব্যবসায়ী কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন। তারা ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনাসহ নানা প্রস্তাব তুলে ধরেন।

 

জুবায়ের আহমদের সঞ্চালনায় দোয়া মাহফিলে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান জাকির হোসেন, চেম্বারের পরিচালক হাসান শাহরিয়ার ও জাবিল আহমদ।

এতে বক্তব্য রাখেন হাসান আহমদ, খালেদ হোসেন লিটন, শিহাব উদ্দিন, মনা মিয়া, সরওয়ার হোসেন, কামাল হোসেন, নাজমুল ইসলাম ফরহাদ ও খালেদ আহমদ।

শুরুতে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আবুল হাসান।

দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আহমদ।

 

Sharing is caring!