প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কোরআনে হাফেজদের সংবর্ধনা

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ণ
বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কোরআনে হাফেজদের সংবর্ধনা

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী ছাত্রশিবির উত্তর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কোরআনে হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা উত্তর শাখার সভাপতি জাবেদ আহমদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি শাহিন আহমদ।

ছাত্রশিবিরের বড়লেখা থানা শাখার সেক্রেটারি হামজালা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা বদরুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি ছাইদুল ইসলাম।

এসময় ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা উত্তর শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুজাহিদুর ইসলাম, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল আজাদ সাজু, সেক্রেটারি জাহাঙ্গীর হুমায়ূন মুরাদ, অর্থ সম্পাদক মিতুল ইসলাম ইপু, উত্তর শাহবাজপুর ইউনিয়নের অর্থ সম্পাদক কামিল আহমদ, হাফিজ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!