প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

আ.লীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ণ
আ.লীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগের মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছেন তারা। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সুবিদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এর আগে, রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তিনজনকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা। আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

Sharing is caring!