প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে দুই যুবক আটক, প্রাইভেটকার জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জে দুই যুবক আটক, প্রাইভেটকার জব্দ

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বিজিবি। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহল দল এই অভিযান চালায়।

অভিযানকালে ভারতীয় ৪৭ বোতল ভারতীয় মদ, ৬ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইলে জব্দ করা হয়।

আটককৃতরা হল- নরসিংদী জেলার নরসিংদি সদর উপজেলার আটপাইকা গ্রামের আব্দুল কাদিরের পুত্র ওয়ায়দুল্লাহ (৩৪) ও একই থানার নগর বানিয়াদী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র মামুন মিয়াকে (২৬) আটক করা হয়। অভিযানকালে অপর কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত থানায় হস্তান্তরের পর মাধবপুর মামলা দায়ের করা হয়েছে।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

Sharing is caring!