প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কুলাউড়ার কর্মধায় ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
কুলাউড়ার কর্মধায় ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘কর্মধা ইউনিয়ন ওয়েলফেয়ার গ্রুপ’র উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) কর্মধা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১২০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গ্রুপের সাধারণ সম্পাদক ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের তরুণ আইনজীবী মো. সাইফুর রহমান, গ্রুপের ধর্মবিষয়ক সম্পাদক মাও. কাওসার আহমদ, সিনিয়র সদস্য মালয়েশিয়া প্রবাসী আব্দুল আহাদ, সিনিয়র সদস্য কাতার প্রবাসী মঈনুল ইসলাম, সিনিয়র সদস্য ব্যবসায়ী বাবুল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কাতার প্রবাসী সদস্য শাহ আলম, সদস্য ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নাসিম আহমদ ও সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহিম আহমদ প্রমুখ।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, কর্মধা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে মোট ১২০ পরিবারের মধ্যে রমজানের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Sharing is caring!