প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামিনের পর প্রথম হাজিরাতেই অনুপস্থিত এম এ মান্নান, যা জানা গেল

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ণ
জামিনের পর প্রথম হাজিরাতেই অনুপস্থিত এম এ মান্নান, যা জানা গেল

স্টাফ রিপোর্টার:
জামিনের পর প্রথম হাজিরাতেই আদালতে উপস্থিত হননি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে সময় আবেদন করেন তার আইনজীবী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক।

এ বিষয়ে জানতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খুব অসুস্থ। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার আইনজীবী আইনি প্রক্রিয়া মেনে আদালতে অসুস্থতার জন্য সময়ে চেয়েছে। আদালত সময় মঞ্জুর করেছেন। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকার জন্য তাই আমি আদালতে হাজির হইনি।

তবে মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অসুস্থ নন। তিনি অসুস্থতার নাটক করে জামিন নিয়েছেন। এমনকি জামিনের পর তিনি নিজে হেঁটে বাড়িতে প্রবেশ করেছেন, এমনটাও আমরা দেখেছি। আমরা আদালতকে বলেছি এসব কথা। আজকেও তিনি অসুস্থতা দেখিয়ে আদালতে হাজির হতে পারবেন না বলে আবেদন করেছেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন আহত জহিরের ভাই। ওই মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা শান্তিগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলেও সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা তার শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ করেন। গ্রেপ্তারের পর প্রায় ১৯ দিন কারাবাসের পর গত ৯ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন বয়স ও অসুস্থতা বিবেচনায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

Sharing is caring!